গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল খুলনা জেলার দাকোপ থানাধীন সুন্দরবনের জংরা খাল এলাকায় একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্র অবৈধ অস্ত্র বেচা-কেনা ও সুন্দরবনে ডাকাতী কারার পরিকল্পনা করছে। এ রুপ সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক দুপুর ১টার সময় লেঃ কমান্ডার মোঃ নূর-ই-আলম এর নেতৃত্বে এবং এএসপি মোঃ রেজাউল করিম এর সহায়তায় র‌্যাব-৬, এর একটি অভিযান দল এবং কোষ্টগার্ডের একটি অভিযান দল যৌথভাবে সুন্দরবনের জংরা খাল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ব্যবসায়ী (১) শাহেদুল শেখ (৩০), পিতা- মৃত শেখ শফি উদ্দিন চৌকিদার, সাং- কাতিয়া নাংলা, (২) রফিকুল ইসলাম শেখ (৫০), পিতা- মৃত জবেদ আলী শেখ, সাং- গাওগরা, (৩) মিলন মন্ডল (৩৫), পিতা-মৃত অম্বরেশ মন্ডল, সাং- আমতলা, সর্ব থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনাদেরকে গ্র্রেফতার করে। তাদেরকে অস্ত্র সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের অস্ত্র ভান্ডার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে এবং তাদের স্বীরারোক্তি ও দেখানো মোতাবেক আনুমানিক সাড়ে ১২টার সময় সুন্দরবনের জংরা খালের (বন টহল ফাঁড়ি সংলগ্ন) দক্ষিণ পার্শ্বে বাইন গাছের গোড়ায় মাটির নীচে পোতা পলিথিনে পেচানো প-াষ্টিকের বস্তার মধ্যে থেকে ৭টি দেশীয় তৈরী পাইপগান, ১টি দেশীয় তৈরী বন্দুক, ১টি দেশীয় তৈরী পিস্তল, ১টি দেশীয় তৈরী রিভলবার, ২টি দেশীয় তৈরী দোনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী রাইফেল,৬রাউন্ড গুলি, ৮রাউন্ড রাইফেলের গুলি, ৪রাউন্ড রিভলবারের গুলি, ৭রাউন্ড বন্দুকের গুলি ও ১রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।  উদ্ধারকৃত অস্ত্রগুলিসহ আসামীদেরকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here