বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মবার্ষিকীতে খুলনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, আগামী দিনে তারেক রহমানই বিএনপি এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী হিসাবে তারেক রহমানের জনপ্রিয়তা এবং তার রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আতংকিত প্রতিপড়্গ তাকে শেষ করে দিতে চেয়েছিল। কিনত্ম তাতে ব্যর্থ হয়ে এখন মিথ্যা মামলা আর অহরহ অপপ্রচার চালিয়ে তার ইমেজ ধ্বংসের পায়তারা করছে। বক্তারা বলেন, প্রচন্ড গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী আওয়ামী মহাজোট সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা ২৬ ও ২৭ নভেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ ও জনসভা সফল করে সরকারের মসনদ কাপিয়ে দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। রবিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর ও জেলা বিএনপির যৌথ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জু এমপি। বক্তব্য রাখেন এম নুরম্নল ইসলাম দাদু ভাই, মনিরম্নজ্জামান মনি, শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, এস এম মোর্শেদ আলম, শেখ মোশাররফ হোসেন, জলিল খান কালাম, অ্যাড. স ম বাবর আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, মোল্যা আবুল কাশেম, স ম আব্দুর রহমান, ফখরম্নল আলম, আমির এজাজ খান, অধ্যড়্গ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবু, শেখ আব্দুর রশিদ, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জামান অপু, মনিরম্নজ্জামান মন্টু, সিরাজুল হক নান্নু, নজরম্নল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মনিরম্নল হাসান বাপ্পী, আবু হাসান বকুল, ইউসুফ হারম্নন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, এমরানুল কবির নাসিম, একরামুল কবির মিলটন, শামীম কবির, হাসানুর রশিদ মিরাজ, কামরম্নজ্জামান টুকু, একরামুল হক হেলাল, আরিফুজ্জামান আরিফ, কামরান হাসান, নিজাম উর রহমান লালু, আব্দুর রহিম বক্স দুদু, নিয়াজ আহমেদ তুহিন, জালু মিয়া, আব্দুর জব্বার, রবিউল ইসলাম রবি, আফজাল হোসেন পিয়াস, হাফিজুর রহমান মনি, সাদিকুর রহমান সবুজ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের মুজিবর রহমান, মোঃ তৌহিদুজ্জামান ও হাফেজ মাওলানা ফারম্নক হোসেন। অপর দিকে তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক পৃথক ভাবে কেক কেটে, আলোচনা সভা ও দেয়া মাহফিলের মাধ্যমে পালন করে। দুপুরে যুবদল নগরীতে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ড্যাব ঃ ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে নগরীর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করে। এরপর বাদ জোহর দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জু এমপি। উপস্থিত ছিলেন অ্যাড. এস এম শফিকুল আলম মনা, কামরম্নজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, জাফরি নেওয়াজ চন্দন, জাবির আলী প্রমুখ। মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন ডা. মোঃ রফিকুল হক বাবলু, ডা. সেখ মোঃ আখতার উজ জামান, ডা. মোঃ শওকত আলী লস্কর, ডা. কামরুজ্জামান, ডা. আবু জাফর মোঃ সালেহ, ডা. মোঃ মাহবুবুজ্জামান, ডা. আজম, ডা. মোঃ আকরামুজ্জামান, ডা. বিজয়, ডা. জুয়েল প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা।