রূপসা সেতুর বাইপাস সড়কের আড়ংঘাটা এলাকা থেকে রোববার দৌলতপুর থানা পুলিশ শেখ মনিরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তার মাথায় গুলির চিহৃ রয়েছে। নিহত মনিরুল চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, শুক্রবার ভোর রাতে খুলনার বোনের বাড়ি থেকে সাদা পোশাক পরিহিত অস্ত্রধারী ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়। দু’দিন নিখোঁজ থাকার পর আজ তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেল। এটি গুপ্ত হত্যা কি না তা তদন্ত করার জন্য পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ভূইয়া জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বোরবার সকালে মনিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় একটি গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। সে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটের শেখ মোক্তার হোসেনের ছেলে।

তিনি জানান, নিহত মনিরুল খানজাহান আলী থানার তালিকাভূক্ত সন্ত্রাসী এবং চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। এ ঘটনায় নিহতের ভাগ্নে মলিক আসাদুজ্জামান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here