খুলনা জেলার দাকোপ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ, উভয় পক্ষের ৪জন আহত বিএনপির ২৬নেতাকর্মি গ্রেফতার। এলাকায় থমথমে অবস্থা  বিরাজ করছে, উপজেলা সদরে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় উপজেলা আ”লীগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিরা প্রদ্র্যুত নামের ছাত্রদলের এক কর্মিকে মারধর করে। এ ঘটনার জের হিসাবে সন্ধ্যার পর উপজেলা ছাত্রদলের সভাপতি মোজাফ্ফার হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মিরা মিছিল সহকারে যেয়ে চালনা সদরের হাসপাতাল মোড় এলাকায় ছাত্রলীগের ইমরান ও গোবিন্দ রায় নামের ২জনকে বেধড়ক মারপিট করে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগনেতাকর্মিরা যৌথভাবে যেয়ে বিএনপি অফিসে হামলা করে। এ সময় পুলিশ উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হলেও উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী বৃষ্টিরমত ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি ভয়ানক আকার ধারন করলে আ’লীগের দাবীর মুখে পুলিশ উপজেলা বিএনপির সভাপতি আবুল খয়ের খান, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, যুবদলনেতা অমল গোলদার, ছাত্রদল আহবায়ক মোজাফ্ফার হোসেন, ছাত্রদল যুবদলের প্রবীর মন্ডল, আঃ রাজ্জাক, সাত্তার হাওলাদার, বাপ্পিকাজী, হাফিজ সানা, সাইফুল ইসলাম, বাচ্চু ফকির, মোজাহিদুল সরদার, আজিম হাওলাদার, ইমরান শেখ, লাবলু গাজীসহ ২৬জন নেতাকর্মিকে গ্রেফতার করে। এ ঘটনায় ছাত্রলীগনেতা গোবিন্দ এবং ইমরান শেখ আহত হয়ে দাকোপ হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান যুবদলনেতা বাচ্চু ফকির আহত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছে। সুত্র মতে থানা পুলিশ আটক বিএনপির সভাপতি আবুল খয়ের খানকে লাঞ্চিত করে। এ ঘটনায় আটক বিএনপির নেতাকর্মিদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খাণ/খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here