স্টাফ রিপোর্টার ::ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খিলগাঁওয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

সোমবার রাজধানীর খিলগাঁও, ঝিলপাড়া, ঈমানবাগ জামে মসজিদ এলাকায় অবৈধ স্থাপনা এবং ধানমন্ডি ও ডেমরায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ খিলগাঁও, ঝিলপাড়া, ঈমানবাগ জামে মসজিদ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে নির্মিত অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় দুজনের বিরুদ্ধে দুটি মামলা ও পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে অভিযানপ্রসূত মালামালগুলো স্পট নিলামের মাধ্যমে নগদ এক লাখ এক হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়া হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দখলকৃত সিটি করপোরেশনের জায়গা পুনরুদ্ধার করার লক্ষ্যে ডিএসসিসির মেয়রের নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান চলমান। খিলগাঁওয়ে আগামীকালও আমাদের অভিযান চলবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here