কলিট তালুকদার, পাবনা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কান্ড জ্ঞানহীন বক্তব্য বন্ধ করতে হবে। তিনি গণতন্ত্রকে নশ্যাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তব্য দিয়ে তিনি সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করতে চান। বেগম জিয়া ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

শুক্রবার দুপুরে পাবনার সাঁথিয়া কমিউনিটি সেন্টারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সাঁথিয়া শাখা কর্তৃক আয়োজিত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ ও লুটতরাজ করেছেন সেই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্য বেগম জিয়া রোড মার্চের নামে দেশে বিশৃংঙ্খলা সৃষ্টি করে যাচ্ছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই  যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। দেশ প্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অবশ্যই তাদের বিচার করা হবে।

ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার ব্যবস’াপক ও এভিপি আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, ইসলামী ব্যাংক রাজশাহী জোনের হেড ইভিপি মাহফুজুর রহমান, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, উপজেলা আ’লীগের আহবায়ক আব্দুল্ল্লাহ আল মাহমুদ দেলোয়ার, যুগ্ম আহবায়ক হাসান আলী খান, পৌর আওয়ামী লীগের সম্পাদক হেদায়েত আলী খান প্রমুখ। বিকেলে মন্ত্রী মাধপুর-বেড়া সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here