khaleda ziaষ্টাফ রিপোর্টার :: খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভাল না বলে জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো অর্ডিনেটর প্রফেসর ডা. মুজিবুর রহমান ভুইয়া।

মঙ্গলবার রাতে অসুস্থ খালেদা জিয়াকে দেখার পর গেটে বের হতেই গুলশান থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না দিয়ে নিজের সঙ্গে নেন এই চিকিৎসককে।

এরপর পুলিশের সঙ্গে যেতে যেতেই তাদের উদ্দেশ্যে ডা. মুজিবুর রহমান ভুইয়া বলেন, ‘ম্যাডামের অবস্থা ভাল না।’ এসময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর কিছুদূর এগিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তার ব্যক্তিগত গাড়ি এলে পুলিশ ডা. মুজিবকে গাড়িতে তুলে দেন।

রাত ৯টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে দেখতে ডা. মুজিবুর রহমান ভুইয়া প্রবেশ করেন।

এর আগে সন্ধ্যা ৭টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া ভয়ংকর অসুস্থ বলে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ। তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভয়ংকর অসুস্থ। তিনি উঠে বসতেও পারছেন না। বাম পাশে প্রচণ্ড পেইন। ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here