ডেস্ক রিপোর্ট::  এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন নেইমার। সেরে উঠতে করাতে হবে অস্ত্রোপচার, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে। চোট কাটিয়ে ফুটবলের সবুজে ফিরে আবারও দূরে থাকার হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন নেইমার।

দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে কাটানো নেইমার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন। প্রতিপক্ষের নিকোলাস ডে লা ক্রুজের করা ফাউলের শিকার হন তিনি। মাঠে কয়েক মিনিট প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় ৩১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে। চোট এতটা গুরুতর ছিল যে, হাত দিয়ে চোখ ঢেকে তিনি কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের।

দুঃসময়ে সবাইকে পাশেও চেয়েছেন তিনি, ‘এটা খুবই বাজে একটা মুহূর্ত, জঘন‍্য। আমি জানি, আমি শক্ত, কিন্তু এবার বন্ধুদেরকে (পরিবার ও বন্ধু) আমার আরও বেশি প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ নয়, কল্পনা করে দেখুন ৪ মাসের রিকভারি শেষে মাঠে ফিরে আবারও এর মধ্যে দিয়েই যাওয়া।’

‘আমার বিশ্বাস আছে, খুব বেশিই আছে…কিন্তু আমি সবটুকু সৃষ্টিকর্তার হাতে সমর্পন করছি, যেন তিনি আমাকে পুনরায় মাঠে ফিরতে দেন। সবাইকে ভালোবাসা ও সমর্থন জানানো বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ।’-আরও যোগ করেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here