জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: করোনাভাইরাস বিস্তার রোধে কাজ করছে সরকার। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশের মত জনস্বার্থে লক্ষ্মীপুরেও জরুরী সেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ রাখতে বলা হয়েছে জেলায় সিএনজি চালিত অটোরিকসা। এ ছাড়া জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য বলা হয়েছে। এই সংকটময় সময়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা জকসিন বাজারের বিভিন্ন স্থানে পায়ে হেঁটে চাল-ডাল, তেল-লবণসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউএনও। এতে প্রতিটি পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

সূত্র জানায়, চাল, ডাল, আলু, তেল, লবণসহ প্রতিটি পরিবারের এক সপ্তাহের খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের কাছে ছুটে যান ইউএনও। সদর উপজেলার জকসিন বাজারের বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষের মাঝে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সব খাবার পেয়ে সাধারণ মানুষ ইউএনওর প্রশংসা করেন। করোনাভাইরাস প্রতিরোধে একই সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল সড়কে চলাচলকৃত যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, হাট-বাজার বন্ধ হওয়ায় খেটে খাওয়া ও অসহায় মানুষ গুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। তাদের একজনের রোজগারে পুরো পরিবার চলে। এখন তাদের উপার্জন বন্ধ। এ জন্য সাধ্য অনুযায়ী আমি তাদের সহযোগিতা করেছি। এতে প্রতিটি পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। এ ছাড়া সড়কে চলাচলকৃত যানবাহনে সচেতনতা রোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এ দিকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শহরের অপ্রয়োজনীয় সকল দোকান বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছেন না। জন- সচেতনতায় মাঠে কাজ করছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।