ষ্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলির সময়ে ছয়জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসিত খিসা) সদস্য বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা। তিনি এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এম এন লারমা) গ্রুপকে দায়ী করেছেন।
তবে এ ব্যাপারে এখনো জেএসএস-এম এন লারমার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা পলাশ চাকমা এবং এলটন চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু বলেন, ‘এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।’
লাশগুলো উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।