মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেম স্কুলের মাঠে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হরেক রকমের পিঠা উৎসব বেশ জমে উঠেছে।

স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ক্লাসের ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সমন্বয়ে এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বিশেষ অতিথি তানজিনা সুলতানা সোনিয়া, বেগমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইউছুপ।

আরো উপস্তিতি ছিলেন, ৭১ টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মুনতাছিম বিল্লা সবুজ, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু প্রমুখ।

পিঠা উৎসবে সভাপতিত্ব করেন চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক সময় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল।

পিঠা উৎসবে প্রায় ১শ ৩০ জন ক্ষুদে শিক্ষার্থীর ২১০ রকম ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে হৃদয় হরণ, বৌ পিঠা, ব্লেড কাঠা, গোলাপ ফুল পিঠা, তাল বড়া পিঠা, হাঁচের পিঠা, পান তুয়া পিঠা, মনচুরি পিঠা, নকশি পিঠা, নারিকেল কুচি পিঠা, সাঁচের পিঠা, ঝাল পিঠা, ডান পিঠা, দুধ গজা,সুজি পিঠা, আমছি পিঠা, বেনী পিঠা, আলু জিলাপি,নুডলম পিঠা, তাল ভরা পিঠা, সেমাই পিঠা, লোর পিঠা, পাটি শাপতা পিঠা, মাছ পিঠা, রস বরি, তেলের পিঠা, দুধ মাখান, ডালের পিঠা, পুলি পিঠা, পানতুয়া পিঠা, দুধ পুনি, ডিমের পিঠা, গোলাপ ছন পিঠা, বো পিঠা, অন্যতম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here