মো: ছাদেকুল ইসলাম রুবেল,  (গাইবান্ধা)

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন আমাকে আবার ক্ষমতায় আসার সুযোগ করে দিন। দ্রব্যমূল্যর দাম কমবে। সন্ত্রাস, টেন্ডারবাজ বন্ধ হবে। পরিবর্তন(ক্ষমতায়) এলে সবার ঘরে শানি- ফিরে আসবে। জাতীয় পার্টি আর একবার ক্ষমতায় যেতে পারলে গরীব-দুখী সাধার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

সেই সাথে বন্ধু প্রতিম পাশ্ববর্তী দেশ ভারতের সাথে আলোচনার মাধ্যমে তিস-া চুক্তি করে উত্তরাঞ্চলকে মরুভূমির হাত থেকে রক্ষা করবে। জাতীয় পার্টি এখন দেশের রাজনীতিতে বড় রকমের ভূমিকা রাখছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে অংশ নেবে।

জাতীয় পার্টির তিস-া অভিমুখে লংমার্চ মঙ্গলবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর চৌমাথায় পৌছিলে হাজার হাজার নেতাকমী করতালী আর শ্লোগানে তাকে বরণ করে নেয়। উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহামুদুজ্জামান সরকারের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসেডিয়াম সদস্য ড.টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপি, পলাশবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ জুলহাস উদ্দিন দুলু ও হাসান কবির তোতা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here