সজল দেব, মৌলভীবজার :

শ্রীমঙ্গলে সিজারের পর ক্লিনিকের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নবজাতক সন্তানকে মাত্র সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে সন্তানের পিতা ও মাতা। শনিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও নবজাতকের মা রোজিনা খাতুন জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দিন মজুর রিকসা চালক মামুন ও রোজিনা খাতুন জীবন জীবিকা নির্বাহের তাগিদে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের একটি বাসা ভাড়ায় থাকেন।

গত ১৬ ডিসেম্বর রোজিনার এক পুত্র সন্তান জন্ম হয় শ্রীমঙ্গলের মুক্তি মেডি কেয়ার ক্লিনিকে সিজারের মাধ্যমে। দীর্ঘ ৯ দিন অপেক্ষা করে সিজারের খরচ বাবদ সাড়ে ৩ হাজার টাকা যোগাড় করতে না পেরে পেটের সন্তাকে পিতামাতা নবজাতক শিশুটিকে শনিবার (২৪ ডিসেম্বর) বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।

নবজাতক শিশু সন্তানকে ক্রয় করেন কুলাউড়া উপজেলার দেওগাঁও বড়বাড়ির বাসিন্দা প্রবাসী সৈয়দ মোমিন আলীর নিঃসন্তান স্ত্রী সৈয়দা নুরুননেছা। নবজাতক সন্তানকে গ্রহন করেন সৈয়দা নুরুননেছার ছোট ভাই সৈয়দ মইন উদ্দিন। বাচ্চা ক্রয়-বিক্রয় কালে একটি স্মরণলিপিও লেখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবে শ্রীমঙ্গল মুক্তি ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনার বিষয় অশ্বীকার করেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here