ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত (তিন ঘণ্টা) এ কর্মসূচি পালন করেন তারা। গতকাল বৃহস্পতিবারও এ কর্মসূচি করা হয়েছে।
অবস্থানরত শিক্ষার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শফিকুল আজম ভূঁইয়া আকাশ, চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্ক এবং লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসাইন বরকত।
এসময় অবস্থানকারীদের পাশে ‘বন্ধ ক্লাসরুম খুলে দাও, সেশনজট রুখে দাও’, ‘আমি আদুভাই হতে চাই না, প্রশাসনের নামে প্রহসন চাই না’, ‘তুমি কে, আমি কে? আদু ভাই, আদু ভাই’ ও ‘বন্ধ থাকুক ক্লাস-এক্সাম জাতি হোক কাবু, ডিম পাড়া হাঁস খাক দারোগা বাবু’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
অবস্থানকারীরা বলেন, করোনাকালীন সময়ে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। সে সময়ে আমরা সেশনজটে পড়েছি। তা কাটিয়ে ওঠার আগেই গত জুলাই থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে আছে। এর ফলে আমরা আবারও অনেক পিছিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যাতে দ্রুতই ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ তৈরি হয়।
উল্লেখ্য, গত পহেলা জুলাই থেকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে ৫ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, ছয় হলের প্রভোস্টসহ অনেক দপ্তর প্রধান পদত্যাগ করেছেন। কর্তৃপক্ষ না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা ক্যাম্পাসে আসছেন না। যার ফলে কার্যত অকেজো হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। তাই অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার দাবি সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের।