ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রেকর্ড তাপমাত্রায় দাবানল আরো ছড়িয়েছে। দমকল বাহিনী কয়েকটি পয়েন্টে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে উত্তরাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

এদিকে বিখ্যাত ইয়োসোমাইট জাতীয় উদ্যানের কাছে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে শুক্রবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, শুক্র ও শনিবার পশ্চিমে বিপজ্জনক তাপমাত্রা আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। গড়ে তাপমাত্রা ১৫ থেকে ৩০ ডিগ্রি বেশি থাকবে। লাখ লাখ আমেরিকান ৪ জুলাই স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষ্যে আতশবাজি প্রদর্শনের প্রেক্ষিতে সপ্তাহান্তে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে গত কয়েক দশক ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এর জন্যে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা দায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here