‘টাইট্যানিক’ এবং ‘আভাটার’ খ্যাত মার্কিন চিত্রপরিচালক জেমস ক্যামেরন নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের কাছে সুবিশাল খামার জমি কিনেছেন৷ কাছেই আবার ‘লর্ড অফ দ্য রিংস’ খ্যাত পিটার জ্যাকসনের জমি৷
ক্যামেরন ও তাঁর পরিবারের বাস আপাতত ক্যালিফোর্নিয়ার মালিবু’তে৷ কিন্তু এবার নাকি তিনি সপরিবারে নিউজিল্যান্ডে থাকার ও খামার করার পরিকল্পনা করছেন৷ জমিটা কিনেছেন – ক্যামেরনের সম্পদের তুলনায় – সস্তাতেই৷ দাম পড়েছে ১৭ মিলিয়ন ডলার পরিমাণ, মার্কিন ডলারে৷
ওদিকে ‘লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজি খ্যাত কিউয়ি চিত্রপরিচালক পিটার জ্যাকসনের জমিটা ক্যামেরনের সম্পত্তি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে৷ জ্যাকসনের সম্পত্তির মধ্যে একটি হ্রদের জলে ঘেরা দ্বীপও পড়ে৷ সেই দ্বীপে একটা বিশ মিটার উঁচু দুর্গ আছে৷ আছে তাঁর অস্কার-বিজয়ী ফিল্মটির নানা সেট৷ জ্যাকসনের পরবর্তী ফিল্ম – তাঁর ‘লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির প্রিকোয়েল অর্থাৎ পূর্বকাহিনি, যার নাম রাখা হয়েছে ‘দ্য হবিট’ – সে ছবি রিলিজ হচ্ছে এ’বছরেই৷
এখন কথা হল, ক্যামেরন নাকি তাঁর থ্রি-ডি সাইফাই মহাকাব্য ‘আভাটার’-এর দুটি সিকোয়েল বা উত্তরকাহিনি তৈরি করতে চলেছেন ঐ নিউজিল্যান্ডেই৷ লর্ড অফ দ্য রিংসের জমিতে আভাটার? শুধু ঐ নিয়েই তো আরো এক পর্যায় হলিউড ব্লকবাস্টার তৈরি করা যায়!
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/বিনোদন ডেস্ক