গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হিলিতে ৩১ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগের আক্রান্তদের ৫০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকেউপজেলা প্রশাসন এসব চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ. ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজা, সহকারি কমিশনার ( ভূমি) মোকলেদা খাতুন প্রমুখ।
পরে ৩১ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।