জেসমিন বাপ্পী :: লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এর ক্যান্সার বিভাগে ১০ হাজার টাকা অনুদান প্রদান এবং ক্যান্সার আক্রান্ত শিশুদের মাঝে ফল বিতরণ করা হয়।
অনুদান গ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: এ কে এম রেজাউল করিম।
এই সময় উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহ সভাপতি লায়ন জামাল উদ্দিন, ক্লাব সচিব লায়ন আবেদা বেগম, এ.রোজ গার্ডেন আইপিপি লায়ন শাহেলা আবেদিন, লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের সভাপতি লিও খাবির উদ্দিন প্রভাত, ক্লাব ডিরেক্টর লিও রাসেল চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: প্রনব কুমার চৌধুরী, সহকারী রেজিস্টার ডা: দেবাশীষ কুমার রায়, ডা: নাজমুল হাসান, ডা: জান্নাত প্রমুখ।