ডেস্ক রিপোর্ট::  ক্যান্সারে আক্রান্ত হবার পরে দীর্ঘদিন থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে চিকিৎসার জন্য কাজ থেমে নেয় অভিনেত্রীর। প্রতিশ্রুতি পূরণ করছেন হিনা। বর্তমানে তিনি আবুধাবিতে রয়েছেন এবং সেখানকার কিছু সুন্দর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

হিনা যে হোটেলে থাকছেন সেখান থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন। নীল-সাদা রঙের পোশাকে অভিনেত্রীকে অনবদ্য দেখাচ্ছে। ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘হ্যালো ডিসেম্বর।’ অভিনেত্রীকে আনন্দ করতে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

ক্যান্সারের সঙ্গে লড়াই সত্ত্বেও মুখের হাসি সবসময় ধরে রাখতে চান। প্রতি মুহূর্তের আপডেটও দেন সকলকে। সম্প্রতি, হিনা ভক্তদের ইনস্টাগ্রাম স্টোরিতে হোটেলের ঘরের কিছু ঝলক তুলে ধরেছিলেন এবং বিভিন্ন ছবিও শেয়ার করেছেন।

হিনাকে আনন্দ করতে দেখে অনেকেই ক্রিসমাসের আলোর সঙ্গে তুলনা করেছেন। কেউবা বলেছেন, তোমাকে দেখে মুখে হাসি রেখে এগিয়ে যাওয়ার সাহস পাই। হোটেলে হিনাকে জমজমাটভাবে স্বাগত জানাতেও দেখা গেছে।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here