কোম্পানীগঞ্জের বসুরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেয়রের গাড়িচালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, ৭ নভেম্বর সোমবার ঈদের দিন বিকাল ৫টায় বসুরহাট বাজারের মেইনরোডে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বেপরোয়া গতিতে চলন্ত অবস্থায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সবুজ(৩২) ও রাকিব(২৬) নামে দুইজন গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ভর্তি করানো হয়। আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানত্মর করা হয়। আহত সবুজ বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জার গাড়ি চালক ও রাকিব বসুরহাট বাজারের হোমিও ডাক্তার জাহেদের বড় ছেলে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ হাসান ইমাম রাসেল/নোয়াখালী