কোম্পানীগঞ্জে বসুরহাট বাজার থানা সংলগ্ন একটি বাড়িতে পরিকল্পিত ভাবে দরজার বাইরে তালা লাগিয়ে আগুন দিয়েছে দুবৃত্তরা।
প্রত্যাক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায় গত শনিবার রাত আনুমানিক ৩টার সময় কে বা কারা? একটি বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ছাই হয় বসত বাড়ির সবকিছ, নষ্ট হয় লক্ষাধিক টাকার মালামাল।
ফায়ার সার্ভিসে খবর দিলে আগুন নিয়ন্ত্রনে আনে কিন্ত ততক্ষনে সব শেষ। ঘরে থাকা গৃহকর্তি রওশন আরা তার তিন সন্তান সহ ঘরে বেড়া ভেঙ্গে বের হয়ে কোন মতে জীবন রক্ষা করে। অনেক বলছে জায়গাটি নিয়ে দুটি পক্ষের বিরোধ ছিল হয়তো কেউ এই কান্ডটি ঘটিয়েছে বলে ধারনা করছেন অনেকে। উভয় পক্ষ একে অপরকে দুষছেন। সচেতন মহলের প্রশ্ন জায়গা দখলের জন্য যদি কারও এ পরিকল্পনা থাকে তাকে খুজে বের করে কঠিন শাস্তি দেয়া উচিৎ। কারন তাদের এ কান্ডের কারনে অনেকগুলো জীবন বিপন্ন হওয়ার আশংকা ছিল ।
এ নিয়ে ভুক্তভোগীদের থানায় অভিযোগের প্রস্ততি চলছে। আর কোম্পানীগঞ্জ থানার ওসি এমরান আলি জানান অভিযোগ আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম রাসেল/কোম্পানীগঞ্জ