নোয়খালীর কোম্পানীগঞ্জে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা স্বর্নালংকার সহ নগদ টাকা লুটে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দর চরহাজারী ইউনিয়নের আবুমাঝির হাট সংলগ্ন আলম চেয়ারম্যানের বাড়িতে আমেরিকা প্রবাসি এক জনের ঘরে ডাকাতি সংগঠিত করে। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এবং ঘরে থাকা সদস্যদের বেঁধে ফেলে। এর পর ঘরে থাকা নগদ ৮ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নসহ কিছ মোবাইল সেট নিয়ে যায়।ঐ পরিবারে এক সদস্য বলছে আনুমানিক ৩০/৩৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাতরা। আর পুলিশ বাজারে টহলে থাকলেও বিষয়টি টের পায়নি। কোম্পানীগঞ্জে একের পর এক ডাকাতি জনগনকে ফুঁসিয়ে তুলছে হয়তো আবারো আইন হাতে তুলে নেবে এলাকার বাসিন্দারা। এদিকে প্রশাসন ও কিছু করতে পারছেনা কারন তাদের জনবল কম।সচেতন মহলের অনেকেই বলছেন দুই ভিআইপি নেতার এলাকায় একটি মড়েল থানা নেই দূর্ভাগ্য এলাকাবাসির। কারন একটি মডেল থানা হলে ডাকাতি অনেকাংশে লাগব হতো। কারন তখন থানায় দক্ষ অফিসার থাকতো বেশি,গাড়ির অভাব থাকতোনা পুলিশের।
এমুহুর্তে ডাকাতি বন্ধে সবাইকে সেচ্ছার হতে হবে প্রশাসন কে সহযোগিতা করতে হবে তাহলেই ডাকাতি বন্ধ হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম রাসেল/কোম্পানীগঞ্জে