বসুর হাট কোম্পানীগঞ্জে সন্ত্রাসী চাঁদা বাজরা টাকার জন্য দেউলিয়া হয়ে গেছে। বিনা কারনে ব্যবসায়ীদের সাথে জগড়া করা এবং টাকা না পেলেও বলে আমি তোমার কাছে টাকা পাবো,  সাধারন মানুষ কে হয়রানী করা এমন কি এদের কাজ থেকে সাংবাদিক ভাইয়েরা ও নিরাপদ নয়। কিছু চোর ডাকাত কে সাথে রেখে এরা চাঁদাবাজি করে থাকে। এক জন ভুক্তভোগি এ রিপোর্টার কে জানান আমি এক জন সাধারন হোটেল ব্যবসায়ী এক জন চাঁদা বাজ আমাকে একটি চেক দিয়ে আমার কাছ থেকে ১০,০০০ হাজার টাকা নিয়ে যায়। এখন আমার টাকা চাহিলে আমাকে হুমকি দিয়ে বলে পারলে টাকা নিস। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন মহিলা জানান আমার স্বামী ইটালী থাকেন এই সুবাদে বাংলাবাজারের এক জন লোক আমার কাছে কিছু টাকা পাবে। বসুর হাট বাজারের এক জন সরকারী দলের ক্যডার আমার কাছ থেকে প্রায় ১৫০,০০০ হাজার টাকা নিয়ে যায় কিন্তু আমার পাওনা দারের মুল টাকা এখন ও শেষ হয়নি। বর্তমানে এখন ও দমক দিয়ে আমার বাড়িতে লোক পাঠায় টাকার জন্য।ব্রিকফিল্ডের এক জন মালিক জানান  আমার কাছ থেকে ৭ ট্রলি ইট নিয়েছে আজ প্রায় এক বছর এখন ও আমার পাওনা টাকা গুলো দেয় নাই।কলেজ গেইটে নাম প্রকাশে অনিচ্ছুক এক জন ভদ্র লোক জানান আমার কাজ থেকে ৯০ হাজার টাকা নিয়ে আজ প্রায় এক বছর আমি ফোন করলে ফোন টা পর্যনত্ম উঠায়না। এই ভাবে বসুর হাট বাজারে অনেক ভুক্তভোগী রয়েছেন যারা সাহস করে বলতে পারেনা এক জন রাজমিস্ত্রি জানান আমি এই কি দেশে আসলাম যেখানে আমার মত দিন মজুরকেও চাঁদা দিতে হয় সারদিন খাটুনি করে আর কতইবা কামাই করি তাও তারা নিয় যায় না দিলে গাল মন্দ করে। প্রশাসন হলো সাধারণ মানুষের নিরাপত্তার প্রহরি প্রশাসন যদি এই দিকে একটু নজর দিতেন। তাহলে সাধারণ মানুষ সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতেন। এরা সরকারী দলের পরিচয় দিয়ে এই সব সন্ত্রাসী কর্ম কান্ড করে থাকে কিন্তু সরকারী দল এদের কে পরিচয় দেন না এবং দল থেকে এদের কে কয়েকবার বহিস্কার ও করেছে। আবার দল যখন বদল হয় এরা কেউ কেউ এলাকা থেকে পালিয়ে যায় না হয় সরকার দলের সাথে বাজ দিয়ে পার পেয়ে যায়। এই ভাবে চললে কোম্পানীগঞ্জ উপজেলা সন্ত্রাস চাঁদাবাজি থেকেই যাবে। সাধারন মানুষের অনুরোধ এদের কে আইনের আওতায় এনে এমন ভাবে শাসিত্ম দেওয়া হোক যেন ভবিষ্যতে কেই যেন এই রকম ঘৃন্য অপরাধ করার সাহস না পায়।আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ যে দেশে জাতীর জনক বঙ্গবন্ধুর মত দেশপ্রেমিকের জম্ম,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জম্ম,মাওলানা ভাসানী একে এম ফজুলুল হক সাহেবের জম্ম সেই দেশে আমরা আর কত সইব এসব সন্ত্রাস চাঁদাবাজদের অত্যাচার আমরা চাঁদা বাজী চাই না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ফিরোজ আলম/কোম্পানীগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here