কোম্পানীগঞ্জে ১৩ বছরের কিশোরির লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।উল্লেখ্য সোমবার ভোর ৭টায় নিহত পিংকি (১৩) কে তার পিতা ইউসুপ আলি জমির ধান দেখার জন্য পাঠালে সেখানে ওৎপেতে থাকা রনি (১৮) পিতা মিজান একই এলাকার ছেলে পিংকিকে জোরপূর্বক ধর্ষনের পর গলাটিপে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত পিংকির শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ লাশ থানায় নিয়ে এসে পোষ্টমোর্টামের জন্য নোয়াখালী মর্গে পাঠায়। আসামী রনি এখন পুলিশ হেফাজতে রয়েছে। নিহত পিংকি ও আসামী দুজনই কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম/নোয়াখালী