উপজেলা কোম্পানীগঞ্জে আইন সৃংখলার ব্যপক ভাবে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত হত্যা,চুরি ,ডাকাতি,নারী ধর্ষনের মত জগন্য গটনা গটছে উপজেলা কোম্পানীগঞ্জে।একটি কুচক্রি মহল বর্তমানে কোম্পানী গঞ্জের স্বাবস্থানের রাজনীতীকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ পায়তারা চালাচ্ছে।উল্লেখ্য বিএনপি জামাতের কিছু সংখ্যক নেতাকর্মিরা গত বিএনপি আমলের যাহারা অহরহ অপকর্মের সাথে জড়িত ছিল তারা এখন আবার কোম্পানীগঞ্জ থানার ওসির সাথে যোগসাজেশ করে বিভিন্ন জায়গায় যে সব অগঠন গঠছে তা ওসিকে ম্যানেজ করে দামাচাপা দেয়া ও মূল ঘটনাকে অন্যদিকে মোড় নেয়ার মত কাজ করছে। অপর দিকে সরকার দলের থানা আওয়মীলীগের এক নেতা বলেন বর্তমানে আমাদের থানার অসাধু কিছু কর্মকর্তার কারনে বিগত তিন বছর যাবৎ বর্তমান যোগাযোগ মন্ত্রীর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।তারা বর্তমান সরকার দলের বিভিন্ন নেতা কর্মিকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।গত কিছুদিন যাবৎ ভূক্তভুগীরা থানায় এসে কোন সুবিচার পাচ্ছেনা এমনকি পুলিশ দুইপক্ষের টাকা খেয়ে বাদী বিবাদী কে হয়রানী করছে বলেও অভিযোগ আছে।বিগত বিএপির আমলে বিএনপি ব্যতিত অন্য দলের লোকেরা থানায় একটি জিডিও করতে পারেনি  আর এখন তাদের আনাগোনা ক্ষমতাসীন দলের ছেয়েও অনেক বেশি দেখা যায় কেউ আবার বলছে বর্তমান ওসি নাকি বিএপির লোক। অনেক ভুক্ত ভোগি বলেন দল ক্ষমতায় আসার আগেও হয়রানি হয়েছি এখন আবার হয়রানি হচ্ছি। বিএনপি জামাত যখন ক্ষমতায় থাকে অনেক নেতা কর্মি পালিয়ে ছিল তাদের মামলার ভয়ে। অনেক মুসলিম তার মায়ের,বাবার কবর পর্যন্ত দিতে পারেনি।হিন্দুরা শশ্মানে আগুন দিতে পারেনাই।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম/নোয়ালাখী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here