ডিগবাজির খেসারত দিলেন মাইলি সাইরাস। মেরুদণ্ডের হাড় ভেঙে তিনি এখন বিছানায়। নিজ বাড়িতে জিমনাস্টিক অনুশীলনের সময় ডিগবাজি দিতে গিয়ে আহত হন মাইলি । কিন্তু তার আঘাত ততটা গুরুতর নয় বলেও জানা গেছে। ১৯ বছর বয়সী এই তারকা নিজে তার এক টুইটের মাধ্যমে এই দুর্ঘটনা এবং আঘাতের কথা ভক্তদের জানান। মাইলি লেখেন, ডিগবাজি দেয়ার সময় কোমরের নিচের দিকের হাড়ে আঘাত পেয়েছি। এর আগেও এমনভাবেই আমি আমার হাত ভেঙেছিলাম। তবে, এটা উদ্বেগের বিষয় নয়। খুব জলদিই সেরে উঠব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here