গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভযাবহ অগ্নিকান্ডে ৩টি পাটের গুদাম সহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত। ক্ষতির পরিমান ১ কোটি ছড়িয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারিনি কেউই। ফলে এই অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। পূর্বেও একই স্থানে ২বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ বারের অগ্নিকান্ডে কপিল পান্ডের মুদি দোকান, দীলিপ হালদারের কাপরের দোকান, নিত্যানন্দ রায়ের মুদি দোকান, শৈলেন বিশ্বাসের পাটের গুদাম, ফুলচাঁদ ঢালীর পাটের গুদাম, প্রেমানন্দ বিশ্বাসের পাটের গুদামসহ ১৩ টি দোকান ভস্মীভুত হয়েছে।
পূর্বের ২বার শৈলেন বিশ্বাসের পাটের গুদাম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিল বলে জানায় এলাকাবাসী। এ বারের অগ্নিকান্ডও একই স্থান থেকে সৃষ্টি হয়েছে বলে তাদের ধারনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকান মালিক জানিয়েছেন- শৈলেন বিশ্বাসের পাটের গুদাম ইন্সুরেন্স থাকার কারনে তিনি পরিকল্পীত ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছেন। তবে শৈলেন বিশ্বাস তার বিরুদ্ধে আনিত অভিযোগটি অস্বীকার করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এম হাসানুজ্জামান/গোপালগঞ্জ