মোবাইল ফোনে এক বিধবাকে উত্ত্যক্ত করার অপরাধে চার বকাটে যুবককে জেল হাজতে যেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়।

পুলিশ সূত্রে জানাযায়-উপজেলার ডুমরিয়া গ্রামের মৃত হারুন কাজীর স্ত্রী কহিনুর বেগম (৩৫)কে পার্শবর্তী পূর্নবতি গ্রামের বশার হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার(২৪),তারাকান্দর গ্রামের মহাদেব রায়ের ছেলে তারক রায়(২৮), পিঞ্জুরী গ্রামের আজাদ খানের ছেলে কবির খান (২০) এবং একই গ্রামের সুশিল মন্ডলের ছেলে সুজিত মন্ডল (১৯) দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে উত্যক্ত করে আসছিল। এ কথা কহিনুর বেগম তার পরিবারের লোকজনকে জানালে তারা কহিনুরকে দিয়ে এই চার বকাটেকে ধরার জন্য ফাঁদ পাতে।  সোমবার সন্ধ্যায় চার বন্ধু মিলে কহিনুরের মোবাইলে ফোন দিলে কহিনুর বেগম তাদেরকে নিজ বাড়ীতে আসতে বলে। কথামতো চার বন্ধুমিলে রাত ১০টায় কহিনুরের বাড়ীতে এলে আশপাশে ওৎ পেতে থাকা এলাকার লোকজন উক্ত চার বকাটেকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জয়/গোপালগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here