কেশবপুরে হনুমানের আক্রমনে ১১জন আহত হয়েছে । আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করেছে ।

জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলায় শুক্রবার হনুমানের কামড়ে কেশবপুর বাজারের সোনা পটির বিশিষ্ট ব্যবসায়ি বাবলু গাজী (৪৫), কেশবপুর গ্রামের ইসতিয়াক (১৪), বুড়হাটি গ্রামের মমরেজ (৩৫), হাড়িয়াঘোপ গ্রামের সুমন ঘোস (১৮), সাবদিয়া গ্রামের সদর শেখ (৬৫), কলেজ পাড়ার দাউদ হেসেন (৩৫),তমিজ উদ্দিন, নজরুল ইসলাম, কামরুজ্জামানসহ ১১ জন মারাত্বক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে । কেশবপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাম কৃষ্ণ বলেন, আক্রমনকারি হনুমানটি র‌্যাবিজ ভাইরাসে (জলাতংক) আক্রান্ত হয়ে থাকতে পারে । তাই আক্রমনকারি হনুমানটিকে মেরে ফেলা উচিৎ । এ দিকে পৌরসভাসহ হাসপাতালে র‌্যাবিজ ভ্যাকসিন শুন্য হয়ে পড়েছে। কেশবপুর পৌর সভার মেয়র আব্দুস সামাদ বিশ্বাস বলেন, জরুরি ভিত্তিতে র‌্যাবিজ ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করা হচ্ছে । গত ১৫ ডিসেম্বর হনুমানের আক্রমনে কেশবপুর উপজেলার বিএডিসির স্টোর কিপার খন্দকার মাহাবুর রহমান, গত ২৩ জানুয়ারি উপজেলা প্রকৌশলী দপ্তরের এমএলএসএস আব্দুর রহমান মারাত্বক জখম হয় । এ দিকে হনুমানের আক্রমনে একের পর এক মানুষ আহত হওয়ায় জনসাধারনের মধ্যে হনুমান আত্বংক দেখা দিয়েছে ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদ আবেদীন বাবু/কেশবপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here