জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজের ঈগল প্রতীকের পক্ষে মঙ্গলবার বিকেলে কেশবপুর শহরে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পাইলট স্কুলমাঠে গিয়ে শেষ হয়।
ঈগল প্রতীকের এই মিছিলে কেশবপুর পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মুহূ মুহূ ঈগল প্রতীকের শ্লোগানে-শ্লোগানে কেশবপুর শহর প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজ। এসময় তিনি সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ তারিখে সকল ভয়ভীতি উপেক্ষা করে ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয় সু-নিশ্চিত করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জি এম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here