যশোরের কেশবপুরে পূর্বশক্রতার জের ধরে শেখ আব্দুল্লাহ্‌ বাবু নামের এক যুবলীগ নেতাকে দূর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে গেছে।

এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের মৃত শেখ আব্দুল গফ্‌ফারের পুত্র শেখ আব্দুল্লাহ্‌ বাবু (৪০) রোববার রাত ৯ টার দিকে সাতবাড়িয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় । সোমবার সকালে স্থানীয় লোকজন মির্জানগর বাওড় কান্দার পার্শ্ববর্তি সদর উদ্দিনের শিশু বাগানের নিম গাছে শেখ আব্দুল্লাহ্‌ বাবুর লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আব্দুল্লাহ্‌ বাবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল্লাহ্‌ ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও সাতবাড়িয়া বাজার কমিটির সদস্য বলে আ’লীগ নেতা মশিয়ার রহমান জানান।

নিহতের স্ত্রী সাজেদা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্বামী আব্দুল্লাহ সাথে মির্জানগর বাওড় নিয়ে এলাকার একটি প্রভাবশালী মহলের বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার এস আই মাহফুজুল হক সাংবাদিকদের জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদ আবেদীন বাবু/কেশবপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here