সিরাজুল ইসলাম সিরাজ, যশোর
যশোরে শৈত প্রবাহে মৃত্যুর কোনো ঘটনা না ঘটলেও কেশবপুরে তীব্র শীতে গত এক সপ্তাহে শিশুসহ নয় জনের প্রাণহাণীর খবর পাওয়া গেছে। ভবদহ ও কপোতাক্ষ অববাহিকায় বন্যা পরবর্তী দূর্দশা গ্রস’ মানুষ শৈত প্রবাহে যবুথবু জীবন যাপন করছে। শীতবস্ত্রের অভাব সার্বিক পরিসি’তিকে আরো অবর্ণীয় দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে। শিশু ও বৃদ্ধরা বেশি কাবু হয়ে পড়েছে।
স’ানীয় বিভিন্ন সূত্রমতে, গত শুক্রবার সকালে উপজেলার জাহানপুর গ্রামের মনিদাসের শিশু কন্যা তাপসী দাস (৯) ঠান্ডা জণিত রোগে মারা যায়। এ ছাড়া আলতাপোল গ্রামের আক্তার মোড়ল (৮০), মূলগ্রামের সুভাসিনী দাসি (৮৮) সরস্বতী দাসি (৯০), করিমুন্নেসা (৮৫), কর্ন্দপপুর গ্রামের কোরবান আলী (৯০) আড়-য়া গ্রামের দু’সহোদর ইমান আলী ও রজব আলী, কুশলদিয়া গ্রামে শিবদত্ত (৮০) শীতজনিত রোগে মারা গেছে।
তবে এ অঞ্চলের শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে এগিয়ে যায়নি কেউ।