জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::
যশোরের কেশবপুরে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পাবলিক ময়দান মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার আহ্বায়ক জাকির হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনজু মনোয়ারার সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির তবিবুর রহমান, সেক্রেটারী শিক্ষক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুবদল নেতা আব্দুল গফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাকিলুর রহমান সোহান, অহিদুর রহমান অন্তু, আশিক মাহমুদ লিমন, সম্রাট হোসেন, জাহিদ হাসান, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
খেলায় আম্পিয়ার ছিলেন, কারিমুল ইসলাম কারী ও আব্দুল আজিজ। উদ্বোধনী খেলায় কেশবপুর কলেজ পাড়া স্পোটিং ক্লাব উপজেলার ভোগতী স্পোটিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে জয়লাভ করে। ১৬ দলীয় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের এ খেলায় চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকাসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here