জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে প্রতি বছরের ন্যায় এবারও মাইকেল মধুসূদন দত্তের ২০১ জন্মবার্ষিকী উপলক্ষে ২৪শে জানুয়ারি বসছে ৭ দিন ব্যাপী মধুমেলা।
এ উপলক্ষে ২৪ ডিসেম্বর উপজেলা প্রশাসন প্রতিবছরের মত এবারও মধুমেলায় সার্কাস, শিশু বিনোদন, যাদু প্রদর্শন মৃত্যু কূপ, সাইকেল গ্যারেজ ইত্যাদির ইভেন্ট নিলামে তোলে। সবকটির ইভেন্টের ডাক পেয়েছেন সংশ্লিষ্ট সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান।
ইভেন্টগুলোর মূল্য  সার্কাস ৮ লক্ষ৮১ হাজার  ১শ টাকা,যাদু প্রদর্শনী ১০ লক্ষ ১২হাজার,মৃত্যুকূপ  ২ লক্ষ৫০  হাজার টাকা,শিশু বিনোদন ৯লক্ষ ৬৭ হাজার, টাকা,ফার্নিচার ১ লক্ষ ৮৮ হাজার, ৬০হাজার টাকা, পার্কিং গ্যারেজ ৫ লক্ষ ২২ হাজার টাকা। সর্বমোট মধুমেলার  ডাক হয় ৩৮ লক্ষ্য ১৩ হাজার ২শ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল প্রমুখ।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান বলেন, মধু মেলার ইভেন্ট গুলো আমি নিলামের মাধ্যমে কিনে নিয়েছে।  এই অনুষ্ঠান যেন বিগত বছরগুলোর থেকে আরো সুন্দর হয় সে দিকে খেয়াল রেখে মেলার আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here