দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিল (কেপিএম)’র অনিয়ম দূর্নীতি তদন্তে ঢাকা থেকে সংসদীয় টিম অনিয়ম-দূর্নীতি অনুসন্ধান করতে কাপ্তাই কর্ণফুলী পেপার মিলে কাজ শুরু করেছেন। টানা তিন দিনের জন্য আসা তদন্ত টিমে ৪ সাংসদসহ মোট ১৪ জন সদস্যের উচ্চ পর্যায়ে এই তদন্ত দল কেপিএমে ব্যাপক দূর্নীতির বিষয়ে সরেজমিন অনুসন্ধান করছেন প্রাথমিকভাবে ৬টি বিভাগে। মঙ্গলবার ১৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম কাপ্তাই কে.পি.এমে এসে পৌঁছেন। ওই দিন ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কে.পি.এম রেস্ট হাউস মিলনায়তন কক্ষে দূর্নীতি বিষয়ক এক যাচাই-বাছাই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর দেড়টায় তদন্ত কমিটি কর্ণফুলী পেপার মিলের বিএমআরই (ব্লিসিং) টাওয়ার, রোলার বিভাগ, টেলকম পাউডার স্টোর, লবণ স্টোর ও চুনা স্টোরসহ ৬টি বিভাগে প্রাথমিকভাবে তদন্ত পূর্বক পরিদর্শন করেন। তদন্ত কমিটির প্রধান হিসাবে ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ অন্যরা হলেন সংসদ সদস্য এস.এম. আবদুল মান্নান, সংসদ সদস্য মোঃ আলী আজগার-টগর, সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, মুন্সী সফিকুল হক-পিএসটু সংসদীয় তদন্ত কমিটির প্রধান এমপি- তোফায়েল আহমেদ, এ বি এম খুরশিদ আলম অতিরিক্ত সচিব-শিল্প মন্ত্রণালয়, ড.দিল আফরোজ বেগম অধ্যাপিকা কেমিকৌশল বিভাগ-বুয়েট ঢাকা, ড. নজরুল ইসলাম অধ্যাপক রসায়ন বিভাগ-বুয়েট, ড. মিয়া আবদুর রশিদ সরকার-অধ্যাপক যন্ত্রকৌশল বিভাগ-বুয়েট, ড. মোঃ মামুন-অধ্যাপক যন্ত্রকৌশল বিভাগ-বুয়েট, মীর খুরশিদ আনোয়ার-পরিচালক (উৎপাদন ও গবেষণা)-বিসিআইসি, মঞ্জুর আহাম্মদ তরফদার-পরিচালক-কারিগরী ও প্রকৌশলী-বিসিআইসি, ফজলুল হক-সিএসডি, বিসিআইসি ও প্রকৌঃ ইদি আমিন-নির্বাহী প্রকৌশলী (যন্ত্র)-বিসিআইসি-ঢাকা। জানা যায় সংসদীয় তদন্ত তদন্ত কমিটি ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৩ দিন তদন্তের কাজে কাপ্তাইয়ে অবস্থান করবেন। তদন্ত শেষে সংসদীয় কমিটিকে এ সর্ম্পকে অবগত করা হবে। এর পরেই যা হয়েছে তা প্রকাশ করা হবে। সংসদীয় তদন্ত কমিটির প্রধান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জানান তদন্তের আগমুহুর্তে কোন কমেন্ট করার নিয়ম নেই।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি