ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষ্যে নিবন্ধন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ প্রধানকে পাঠিয়েছেন।

চিঠিতে জানানো হয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস পর্যায়ে ভোটার রেজিস্ট্রেশন তারিখ ও রেজিস্ট্রেশন কেন্দ্র নির্ধারণপূর্বক রেজিস্ট্রেশন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)। জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রসমূহে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

এই অবস্থায়, ভোটার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here