ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপস সম্প্রতি কৃত্রিম মৌচাক তৈরির পরিকল্পনা করেছে। এজন্য কৃত্রিম মৌচাকের একটি নকশাও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম এ মৌচাকটির বাইরে রয়েছে একটি ফুল রাখার পাত্র এবং মৌচাকের ভেতরের মৌমাছি আকৃষ্ট করার জন্য বিশেষ ব্যবস্থা। এ মৌচাকে ঢুকতে ছোট একটি ছিদ্র রাখা হয়েছে। তা ছাড়া ভেতরে কৃত্রিম মৌচাক রাখা হয়েছে, যা মৌমাছির আবাসস্থল হিসেবে পছন্দ হবে। মৌচাক থেকে মধু আহরণের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। নিচের দিকে সামান্য চাপ দিলেই পরিমাণমতো মধু মৌচাক থেকে সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিতে মৌচাকের কোনো ক্ষতি হবে না।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ