আসাদুজ্জামান সোহাগ:: গান্না ইউনিয়ন বিচিত্রার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্না ইউনিয়ন বিচিত্রা’র সভাপতি মোঃ আশাদুজ্জামান সোহাগ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়, এরপরে গীতা পাঠ এবং জাতীয় সংগীত গাওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গান্না ইউনিয়ন বিচিত্রা’র উপদেষ্টামন্ডলীর সদস্য গান্না ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান স্যার। চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব খলিলুর রহমান স্যার ও পরিবেশ বন্ধু জহির রায়হান। গান্না ইউনিয়নের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক, এবং বিভিন্ন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচকরা সামাজিক সচেতনতামূলক বিভিন্নধরনের কাজের সাথে সম্পৃক্ত থেকে আগামীর দিনগুলো আরোও সুন্দর করার জন্য বিচিত্রার সাথে থেকে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এবং বাৎসরিক সেরা সংগঠক ও সেরা উদীয়মান সংগঠক সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে গান্না ইউনিয়ন বিচিত্রা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়, এবং আমন্ত্রিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। এরপরে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।