ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার রাত ১১টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ৪৪টি যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে আছে দুইটি রো রো ফেরি।
এর ফলে দৌলতদিয়া ঘাটে প্রায় সাড়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়ে আছে বাস, ট্রাকসহ পাঁচ শাতাধিক যানবাহন।
অন্যদিকে পাটুরিয়া ঘাটেও পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে তিন শতাধিক যানবাহন। আটকা পড়া যানবাহনের যাত্রী ও চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের টার্মিনাল সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, অতিরিক্ত কুয়াশার কারণে মাস্টাররা অনীহা প্রকাশ করায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে রাত পৌনে ১১টার দিকে দৌলতদিয়া থেকে রো রো ফেরি আমানত শাহ ৫টি বাস, ৬টি ট্রাক ও ১২টি ছোট যান এবং কেরামত আলী ১০টি ট্রাক ও ১২টি ছোট গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে মাঝনদীতে আটকা পড়ে আছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে শাহ আলী যানবাহন বোঝাই করে ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আনলোড করে ঘাটেই থেমে আছে। পাটুরিয়া ঘাটে থেমে আছে শাহ জালাল, মতিউর রহমান ও কুমারী। খানজাহান আলী আনলোড অবস্থায় পন্টুনে নোঙর করে আছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রাজবাড়ী