কুড়িগ্রামে পুলিশের সঙ্গে জেলা বিএনপির সংঘর্ষে ৪ পুলিশসহ ৩০ নেতা-কর্মী আহত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে রোববার দুপুরে একটি গণমিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়লে কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলামসহ চার পুলিশ গুরুতর আহত হয়।

ওসি মইনুল ইসলামকে গুরুতর আহতাবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতির অবনতি হলে পুলিশ ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ২৫ জন আহত হয়। ঘটনার সময় পার্শবর্তী কালিবাড়ি এলাকায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে। এ ঘটনায় শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কুড়িগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here