কুড়িগ্রাম : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত নেতৃত্তাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের সমর্থনে তৃতীয় দিনে কুড়িগ্রামে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।

সকাল ১২টার দিকে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের অংশ গ্রহনে শহরের পুরাতোন পেষ্ট অফিস পাড়াস্থ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়ে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, শহর সেক্রেটারী এডঃ ইয়াছিন আলী সরকার, জামায়াত নেতা এডঃ তাজুল ইসলাম, শিবির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল প্রমূখ।

সকালে যতিনেরহাট এলাকায় শহর আমীর আবদুস সবুর খান, শিবিরের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও বর্তমান সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ ও রাসত্মা অবরোধ করা হয়েছে। একই সময় পাটেশ্বরী বাজার এলাকায় জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন ও জেলা শিবির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুল মতিন ফারুকী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ফয়েজ উদ্দিন, প্রমূখ।

এদিকে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের নেতৃত্বে ভুরুঙ্গামারী উপজেলায়, ফুলবাড়ী উপজেলায় উপজেলা আমীর আবদুল মালেক ও বিএনপি সভাপতি নজির হোসেনের নেতৃত্বে, উলিপুর উপজেলায় জেলা জামায়াতের সহঃসেক্রেটারী অধ্যাপক আবদুল জলিল সরকার, উপজেলা আমীর মাওলানা শাহজাহান আলী ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে, চিলমারী উপজেলায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুর-আলম মুকুলের নেতৃত্বে স্থানীয় জামায়াত-শিবির নেতাদের অংশ গ্রহনে অনুরম্নপ কর্মসুচী পালিত হয়েছে।

মোস্তাফিজুর রহমান/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here