কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ১জন মেয়র, ৫ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী এবং ২ জন কাউন্সিলের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে গতকাল রোববার সকালে রিটানিং অফিসারের কার্য্যালয়ে মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের মনোয়ন যাচাই বাছাইয়ে জমা দেয়া ১০ মেয়র প্রার্থীর মধ্যে ৯জন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বেধ ঘোষনা করেছে রিজিওনাল ইলেকশন অফিসার। বাছাই জামানতের টাকা না জমা দেয়ায় এবং নানাবিধ অসংগতি থাকায় মেয়র পদে  জমা দেয়া সাংবাদিক হাছানুল আলম এর মনোনয়ন বাতিল করে দেয় রিজিওনাল ইলেকশন অফিসার। মেয়রের মধ্যে আলোচিত প্রার্থীরা  আওয়ামীলীগ অধ্যক্ষ আফজল খান, বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল হক সাক্কু, জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান মিঠু ও নুর উর রহমান তানিম। আরো মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান সাঈদ, মেজর অব.মামুনুর রশিদ, সাংবাদিক হাছানুল আলম, সেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল কুমার ঘোষ ও জাসদের (রব) শিরীন আক্তার। মেয়র পদে  জমা দেয়া সাংবাদিক হাছানুল আলম ছাড়া বাকী ৯ জনের মনোনয়নই বেধ ঘোষনা করে রিটাইনং অফিসার। রিটানিং অফিসার আবদুল বাতেন জানান-সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৯টি পদে ৭২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭০ জন এর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে ৫ জন এবং সাধারণ কাউন্সিলরের ২৭টি পদে ৩৭৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২৪২ জন। এর মধ্যে ২৩ নং ওয়ার্ডে ১ জন এবং ২৪ নং ওয়ার্ডে ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বাকী ওয়ার্ডের যাচাই বাচাই আজ সোমবার পর্যনত্ম চলবে। রিটানিং অফিসার জানান- যাদের মনোনয়ন বাতিল হয়েছে বিভিন্ন উপযুক্ত কারণেই তা বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি মনোনয়নপত্র স’গিত করা হয়েছে অধিক যাচাই বাছঅই শেষে তার ফলাফল জানানো হবে। ১৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৫ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নেকবর হোসেন/কুমিল্লা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here