কুষ্টিয়া জেলার সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে খ্যাত সদর উপজেলা। এই উপজেলার একটিমাত্র মডেল থানা শহরের ষ্টেশনের উত্তরের অবস্থিত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মডেল থানার গুরুত্ব অনেক বেশী। গত ১২ মাসে মডেল থানায় বেশ কিছু মামলা হয়েছে যার অধিকাংশই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, চুরি, শিশু ও নারী ও শিশু নির্যাতন এবং ছোট খাটো মারামারি। সব মিলিয়ে মোট মামলা হয়েছে ৪৬৭টি। কিন্তু অফিসার সংকটের কারণে মামলাগুলোর দ্রুত ব্যবস্থা নেয়া যাচ্ছেনা। ফলে ক্রমশঃ মামলার পরিমান বাড়ছে। কুষ্টিয়া মডেল থানার এক হিসাব মতে, ২০১১সালের জানুয়ারী মাসে মোট মামলা হয়েছে ৩৯টি। যার মধ্যে মাদকের মামলা হয়েছে ২১টি, চুরি মামলা ৭টি, নারী নির্যাতন আইনে ১টি, ডাকাতি ১টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ৯টি। ফেব্র“য়ারী মাসে মোট মামলা হয়েছে ৪৫টি। যার মধ্যে মাদকের মামলা হয়েছে ১৩টি, চুরি মামলা হয়েছে ১০টি, নারী নির্যাতন আইনে ৫টি, হত্যা মামলা ১টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা ১৬টি। মার্চে মোট মামলা হয়েছে ৪০টি। যার মধ্যে মাদকের মামলা ১৫টি, চুরি মামলা ৬টি, নারী নির্যাতন আইনে ২টি, হত্যা মামলা ২টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ১৫টি। এপ্রিল মাসে মোট মামলা হয়েছে ৩৫টি। যার মধ্যে মাদকের মামলা ১১টি, চুরি মামলা ২টি, নারী নির্যাতন আইনে ৪টি, হত্যা মামলা ২টি , অস্ত্র আইনে মামলা হয়েছে ১টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ১৫টি। মে মাসে মোট মামলা হয়েছে ৪২টি। যার মধ্যে মাদকের মামলা হয়েছে ৮টি, চুরি মামলা ২টি, নারী নির্যাতন আইনে ৬টি, হত্যা মামলা ১টি, অস্ত্র আইনে ২টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ২২টি। জুন মাসে মোট মামলা হয়েছে ৩৪টি। যার মধ্যে মাদকের মামলা ২টি, চুরি মামলা ১০টি, নারী নির্যাতন আইনে ২টি, হত্যা মামলা ১টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ১৯টি । জুলাই মাসে মোট মামলা হয়েছে ৩০টি। যার মধ্যে মাদকের ১টি, চুরি মামলা হয়েছে ৩টি, নারী নির্যাতন আইনে ২টি, হত্যা মামলা ২টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ১৫টি । আগষ্ট মাসে মোট মামলা হয়েছে ৫০টি, যার মধ্যে দস্যুতা মামলা ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৫টি, অপহরণ ১টি, সিদেল চুরি ১টি, মাদকের ৫টি, অস্ত্র আইনে ১টি, চোরাকারবারী ৬টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ৩০টি। সেপ্টেম্বর মাসে মোট মামলা হয়েছে ৬১টি, যার মধ্যে ডাকাতী মামলা ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৮টি, ধর্ষন মামলা ১টি, অপহরণ ৩টি, সিদেল চুরি ৪টি, পুলিশ এ্যাসাল্ট ১টি, অস্ত্র আইনে ২টি, মাদক ৪টি, চোরকারবারী ৪টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ৩২টি। অক্টোবর মাসে মোট মামলা হয়েছে ৩৭টি, যার মধ্যে নারী ও শিশু নির্যাতন আইনে ২টি, অপহরণ মামলা ৪টি, সিদেল চুরি ১টি, অস্ত্র আইনে ৩টি, বিষ্ফোরক আইনে ১টি, মাদক ৩টি, চোরাকারবারী ৩টি, খুন ১টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ১৯টি । নভেম্বর মাসে মোট মামলা হয়েছে ৩৯টি, যার মধ্যে নারী ও শিশু নির্যাতন আইনে ৮টি, অস্ত্র আইনে ২টি, বিষ্ফোরক আইনে ১টি, মাদকে ৭টি, চোরাকারবারী ২টি, খুন ১টি এবং ছোট খাটো মারামারি, ডিবি ও র্যাবের মামলা হয়েছে ১৮টি। সর্ব শেষ বিজয়ের মাস ডিসেম্বরে মোট মামলা হয়েছে ৪৬টি, যার মধ্যে ডাকাতি মামলা হয়েছে ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৪টি, অস্ত্র আইনে ১টি, বিষ্ফোরক আইনে ১টি, ছিনতাইয়ের ঘটনায় ২টি, মাদক ৯টি , চোরাকারবারী ৬টি ও ছোট খাটো মারামারি, ডিবি এবং র্যাবের মামলা হয়েছে ২২টি। পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া মডেল থানায় লোকবল স্বল্পলতা আর দক্ষ অফিসারের (এসআই)’দের কারনে অধিকাংশ মামলা তদন্ত ঝুলে আছে।
মডেল থানার অফিসার ইনচার্য কাজী জালাল উদ্দিন বলেন, যোগদানের পর অফিসারদের কাজের অনেক গতিশীলতা এসেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, অন্য সব থানা থেকে সদর থানা অনেক গুরুত্বপূর্ণ।
জেলায় পুলিশ সদস্য ও অফিসারের স্বল্পতা থাকার পরও আইন শৃঙ্খলা রক্ষায় সাহসীকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামীতে জনগণের সঙ্গে কাজ করে সন্ত্রাসকবলিত কুষ্টিয়ার মানুষের নিরাপত্তা দিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া