কুষ্টিয়া পাসপোর্ট অফিসে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে। তবে প্রতারক চক্রের মূল হোতাদের আটক করতে পারেনি গোয়েন্দা পুলিশ। আটকৃতরা হল কুষ্টিয়া শহরের থানাপাড়ার মৃত রেজাউল করিমের ছেলে নাসিম রেজা ওরফে সম্রাট (২৩), আড়ুয়াপাড়ার করিম শেখের ছেলে কিয়াম উদ্দীন (৩৫), পিয়ারাতলার বদর উদ্দিনের ছেলে শরিফ উদ্দীন (৪০), একই এলাকার সোনার বাংলা সড়কের গফুরের ছেলে মঞ্জুরুল ইসলাম (৪১), মুনছুর আলীর ছেলে আশরাফুল মিলন (৪০), মৃত আইন উদ্দীনের ছেলে ইমদাদুল হক (৫০), নফিল উদ্দিনের ছেলে আলিফ (৪০), মঙ্গলবাড়িয়ার মৃত মাহাবুব হোসেনের ছেলে সাইদুর রহমান (২৭) ও মেহেরপুর জেলার গাংনীর সাহেব নগরের আনিচুর রহমানের ছেলে হাবিব (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদে গোয়েন্দা পুলিশ জানতে পারে শহরের জেলখানার উত্তর দিকে সোনার বাংলা সড়ক সংলগ্ন পাসপোর্ট অফিস চত্বরে বেশ কিছু দালাল অবস্থান করছে। এমন সংবাদে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি আশরাকুল বারী’র নেতৃত্বে এস আই নওশাদ, মনির হোসেন ও এ.এস.আই তারেক সঙ্গীয় ফোর্সসহ সোনার বাংলা সড়ক সংলগ্ন পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করে। এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, পাসপোর্ট অফিসে দালাল চক্রের কাছে সাধারন লোকজন জিম্মি হয়ে আছে এমন সংবাদ আমাদের কাছে আসার পরে অভিযান পরিচালনা করা হয়। আগামীতে পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত রাখতে জেলা পুলিশ অভিযান অব্যহত রাখবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here