কুষ্টিয়ার খোকসায় ১৬ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার হেলালপুর থেকে ভ্যান চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
খোকসা থানা সূত্রে জানা গেছে, ভ্যান যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে খোকসা থানা পুলিশ হেলালপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইউসুফ আলী, আব্দুর রাজ্জাক ও ভ্যান চালক রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ভ্যানে থাকা খড়ের ভিতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বাড়ি খোকসার হেলালপুরে এবং ভ্যান চালকের বাড়ি জেলার মিরপুর উপজেলায় বলে জানা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া