কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মীর মশাররফ হোসেন সেতুর পশ্চিমপার্শ্বে বৃহস্পতিবার সকালে নছিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় ২ নারীসহ ৩ জন আহত হয়েছেন। নিহত নছিমন চালক জসিম উদ্দিনের (৪২) বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গট্টিয়া গ্রামে।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই নছিমনের যাত্রী ছিল বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে কুষ্টিয়া ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নছিমন চালক ঘটনাস্থলেই নিহত হয়।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফেরদৌস আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে খোকসা এলাকা থেকে চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here