কুষ্টিয়ায় র্যাব অভিযান চালিয়ে নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সানি আহমেদ ডানু (২৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার কুষ্টিয়া শহরের মন্ডল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের ডিএডি নজরুল ইসলাম জানিয়েছেন, তারা গোপন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জাসদ গণবাহিনী আঞ্চলিক নেতা পাঞ্জেরের ছেলে মিটুলের আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টা করছে ডানু। এমন সংবাদের ভিত্তিতে র্যাব’র একটি টহল দল শহরের মন্ডল ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এসময় একটি অটো বাইকের গতিরোধ করে সানি আহমেদ ডানুর শরীর তল্লাশি করে নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
সানি আহমেদ ডানু জানায়, অস্ত্রটি পাঞ্জেরের ছেলে মিটুল তার বোন পিপা খাতুনের মাধ্যমে তাকে বিক্রির করার জন্য দিয়েছিল। ডানু মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত আবু কালাম আজাদের ছেলে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া