কুষ্টিয়ায় পুলিশের ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ১৭৮ জনকে আটক করা হয়েছে। এ সময় কিছু মাদক দ্রব্যও উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, খুলনা রেঞ্জের ডিআইজি’র নির্দেশে ২৯ নভেম্বর মধ্যরাত থেকে পুলিশের বিশেষ টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ৭টি থানা ছাড়াও গোয়েন্দা (ডিবি) পুলিশও অভিযানে অংশ নেয়। অভিযানে ১৭৮জন আটক হয়। এর মধ্যে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, ২৯ নভেম্বর মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুলিশের এ বিশেষ অভিযান চলে। অভিযান সফল বলে তিনি দাবি করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here