কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে

কুষ্টিয়ার খোকসা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার দুপুর ও রাতে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ দিন বেলা সোয়া দুইটার দিকে খোকসা কালিতলা সড়কের রাজিনাথপুর এলাকায় নসিমন পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস’লেই মোটরসাইকেলের আরোহী মুহম্মদ আলী মৃধা (৭০) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুন মারা যান। আহত হন তাঁদের জামাতা বাবুল হোসেন (৪০) ও বাবুলের তিন বছরের মেয়ে অরণ্য। তাঁদেরকে স’ানীয়রা উদ্ধার করে খোকসা স্বাস’্যকেন্দ্রে ভর্তি করেছে।

এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় সোমবার রাত নয়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস’লেই ট্রাকের চালকের সহকারী সোহাগ হোসেন (২৮) মারা যান। আহত হয়েছেন ট্রাকের চালক মোফাস্বর।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, দুটি ট্রাকই আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোহাগের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার কোমরপুর গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here