কাঞ্চন কুমার, কুষ্টিয়া
র্যাব সদস্যরা কুষ্টিয়া শহরতলীর জগতি বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল সিগারেট তৈরির কারখানা আবিস্কার করেছেন। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে কারখানা মালিক এমদাদুল হককে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ইনচার্জ মেজর আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে জগতি বাজার এলাকার মৃত আনছার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নকল গোল্ড লিফ ও স্টার সিগারেট তৈরির কারখানা আবিস্কার করা হয়। ওই কারখানা থেকে অন-ত ৩০ লাখ টাকার সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।
এ সময় কারখানার মালিক এমদাদুল হককে আটক করেন র্যাব সদস্যরা। এমদাদ গত দু’বছর ধরে এ নকল সিগারেট তৈরির কারবার চালিয়ে আসছেন বলে র্যাবের কাছে স্বীকার করেন।